মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

Install Laravel in Xampp

1.0. Download & install composer & select xampp/php/php.exe.
1.1. open cmd.exe file from start>run & select drive in which your xampp. like D: & perss enter.
1.2. then write xampp/htdocs; & perss enter.
1.3. then write composer create-project laravel/laravel blog
1.4. Wait sometime.
1.5. Run http://localhost/blog/public/  in your browser.
1.6. Help you below video if any doubt.



শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

PHP Variable

Variable এর উদাহরণঃ

<?php 
$variableName = "Value of Variable";
echo $variableName;
?>

Variable এর সংজ্ঞাঃ
Variable এর শাব্দিক অর্থঃ পরিবর্তনশীল।
পরিভাষায়ঃ তথ্যের নামকে variable বলে।

Variable এর শর্তঃ
১. Variable এর নাম অবশ্যই $ সাইন দিয়ে শুরু করতে হবে।
২. $ সাইন এর পর প্রথম অক্ষর অবশ্যই  A থেকে Z, a থেকে z অথবা _  (আন্ডারস্কোর) হবে। সংখ্যা বা অন্য কিছু হবেনা।
৩. Variable এর নামের মধ্যে A থেকে Z, a থেকে z, 0 থেকে 9 এবং  _ (আন্ডারস্কোর) ব্যাতিত অন্যকিছু হবেনা।

নোটঃ 
Variable নামটি case-sensitive অর্থাৎ $variableName এবং $variablename দুটি আলাদা variable।

ব্যখ্যাঃ
<?php : যে কোন পিএইচপি কোড লেখা এটার মাধ্যমে শুরু করতে হয়।
$variableName : Variable এর নাম, এই নামটি কোড লেখক Variable  এর শর্ত মেনে ইচ্ছা অনুযায়ী রাখতে পারবে। তবে এমন নাম রাখা ভালো যেন নাম দেখেই অনুমান করা যায় যে এর ভ্যালু (তথ্য) কি হতে পারে।
= :  এটাকে বলে আসাইনমেন্ট অপারেটর। এটা variable স্টেটমেন্ট এর মধ্যে পরবর্তী তথ্যকে পূর্ববর্তী নামের মধ্যে প্রবেশ করাতে ব্যবহৃত হয়। 
"Value of Variable" : এটা variable এর তথ্য (value বা data), এই data আট প্রকার। পরবর্তীতে data type এর আলোচনা বিস্তারিতভাবে করা হবে।
;  :  পিএইচপি এর প্রত্যেকটা স্টেটমেন্ট এটার মাধ্যমে শেষ হয়।

echo : এটা ব্রাউজারে কোন কিছু পদর্শনের জন্য ব্যবহৃত হয়।
$variableName: 

;  :  পিএইচপি এর প্রত্যেকটা স্টেটমেন্ট এটার মাধ্যমে শেষ হয়।
?> : এটার মাধ্যমে পিএইচপি কোড লেখা শেষ হয়।